1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
নান্দনিক ডিজাইনে এলো রিয়েলমি সি ১২
ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

নান্দনিক ডিজাইনে এলো রিয়েলমি সি ১২

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৮৬ বার পড়া হয়েছে

২০২০ এর ফেব্রুয়ারিতে বাংলাদেশে প্রবেশের পর থেকে তরুণদের পছন্দের স্মার্টফোন হয়ে উঠেছে টেক-ট্রেন্ডসেটার ব্র্যান্ড রিয়েলমি। প্রতিটি ফোনে আধুনিক সব ফিচার ও হার্ডওয়্যারের সঙ্গে চোখ ধাঁধানো ডিজাইনের ডিভাইস এনে তরুণদের দৈনন্দিন প্রযুক্তিগত চাহিদা পূরণ করে যাচ্ছে রিয়েলমি।

সম্প্রতি মাত্র ১০,৯৯০ টাকা বাজারমূল্যে রিয়েলমি তাদের সি সিরিজের নতুন সংযোজন – রিয়েলমি সি ১২ নিয়ে এসেছে, যাতে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারির পাশাপাশি নানান কন্টেন্ট উপভোগের জন্য আছে বিশাল ডিসপ্লে। এ ছাড়া দৈনন্দিন কাজ ও বিনোদনে বাড়তি মাত্রা যোগ করতে আরও কী কী আছে এ ফোনে, সেগুলো দেখে নেওয়া যাক।

৫৭ দিনের স্ট্যান্ডবাই সাপোর্টসহ ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

সি সিরিজের নতুন ফোনে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল একটি ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ঘণ্টারও বেশি পাবজি গেমিং, ২৮ ঘণ্টার বেশি ইউটিউব দেখা, স্পটিফাই ব্যবহার করে ৬০ ঘণ্টা গান উপভোগ, সম্পূর্ণ চার্জে ৪৬ ঘণ্টারও বেশি কল করা যাবে। উপরন্তু, ব্যাটারিটি ৫৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকতে।

সি ১২-এ ‘অ্যাপ কুইক ফ্রিজার’ ফিচারে একটি নির্দিষ্ট সময় পর অব্যবহৃত অ্যাপগুলো বন্ধ করে ব্যাটারির সাপোর্ট বাড়াতে সাহায্য করবে। এর পাশাপাশি উন্নত স্ক্রিন ব্যাটারি অপটিমাইজেশনে ফোন ব্যবহারের ওপর ডিসপ্লের কিছু কিছু ইফেক্ট কমিয়ে ব্যাটারি ব্যাকআপ বাড়াবে। সি ১২-এর উন্নত রিভার্স চার্জিংয়ের মাধ্যমে অন্য ফোনও মাইক্রো ইউএসবি ওটিজির দিয়ে চার্জ দেওয়া যাবে।

চমৎকার ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর এবং ট্রিপল এআই ক্যামেরা

যেকোনো কন্টেন্ট দেখায় বিনোদনের মাত্রা বাড়াতে রিয়েলমি সি ১২-এ আছে ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস মিনি ড্রপ ডিসপ্লে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৮৮.৭ শতাংশ। পছন্দের টিভি সিরিজ হোক বা সিনেমা, কিংবা গেমিং, প্রতিটি ক্ষেত্রেই মিলবে অনন্য বিনোদন।

রিয়েলমি সি ১২-এ আছে ট্রিপল এআই রিয়ার ক্যামেরা। ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরায় থাকছে এফ/২.২ এর বড় অ্যাপারচার এবং ৪এক্স জুম। এর সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোর্ট্রেট লেন্স, যা দিয়ে অল্প আলোতেও চমৎকার ও নান্দনিক পোর্টেট তোলা যাবে। এ ছাড়া ৪ সেন্টিমিটারের ম্যাক্রো লেন্সে ব্যবহারকারীরা মাইক্রো জগতের বিস্ময়কর সৌন্দর্য তুলে আনতে পারবেন। তাছাড়া ৫ মেগাপিক্সেলের ওয়াইড ফ্রন্ট ক্যামেরায় তুলতে পারবেন প্রাণবন্ত সেলফি। এ ছাড়া ৩০ ফ্রেমে ১০৮০ পিক্সেলে ভিডিওর পাশাপাশি আছে এইচডিআর, টাইম-ল্যাপ্স ও প্যানোরামার সুবিধা।

চোখ ধাঁধানো নান্দনিক ডিজাইন

অনন্য জ্যামিতিক ডিজাইনের সি ১২-এর পেছনের অংশে ট্রাপিজয়েডের বিভিন্ন কোণ দিয়ে ৩টি ভাগে বিভক্ত করে এবং বিভিন্ন রঙের ছটা তৈরি করে। ভিউ অ্যাঙ্গেল পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি ভাগে রঙ এবং আলোও পরিবর্তিত হয়। এই জ্যামিতিক গ্রেডিয়েন্ট ডিজাইনে প্রত্যাশিত, আবার ভিজ্যুয়াল ইফেক্ট তৈরি করে। মেরিন ব্লু ও কোরাল রেড- এ দুটি চোখ ধাঁধানো রঙে রিয়েলমি সি ১২ আরও রঙিন, আরও আকর্ষণীয়। এর পাশাপাশি এর অনন্য টেক্সচারে ব্যবহারকারীদের হাতে এটি হবে আরও আরামদায়ক এবং স্মার্টফোনটির ব্যাকসাইডে খুব সহজে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়বে না। তাছাড়া চমৎকার গ্রিপের ফলে আঁচড় কিংবা স্লাইডিংয়ের সম্ভাবনাও কম। পাশাপাশি থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আনলক সুবিধাও।

শক্তিশালী প্রসেসরে চমৎকার গতি

গেমিংসহ যেকোনো কাজে সর্বোচ্চ গতি নিশ্চিত করতে রিয়েলমি সি ১২-এ ব্যবহার করা হয়েছে ৬৪-বিট অক্টাকোর ১২ ন্যানোমিটারে হেলিও জি৩৫ চিপসেট। কর্টেক্স এ৫৩ সিপিইউ’র সঙ্গে এই চিপসেট সর্বোচ্চ ২.৩ গিগাহার্টজ গতিতে কাজ করে। ফলে কাজ ও গেমিং এক্সপেরিয়েন্সও হবে চমৎকার। ৩ গিগাবাইট এলপিডিডিআর-৪এক্স র‍্যাম আগের তুলনায় ২০ শতাংশ উন্নততর। ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি মাইক্রো এসডি কার্ডের ব্যবহারে ২৫৬ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা আছে।

রিয়েলমি সি সিরিজের পূর্ববর্তী ফোনগুলো সেরা সফটওয়্যার-হার্ডওয়্যারের সমন্বয়ে স্মার্টফোন বাজারে ব্যাপক সাড়া ফেলে। উদ্ভাবনী সব ফিচার ও বিস্ময়কর অপটিমাইজেশনে মাত্র ১০,৯৯০ টাকা মূল্যে রিয়েলমি সি ১২-ও স্মার্টফোন উৎসাহীদের মাঝে একই রকম প্রতিক্রিয়া ফেলবে। নিকটবর্তী রিয়েলমি ব্র্যান্ডশপ থেকে রিয়েলমি সি ১২ কেনার জন্য এখানে ক্লিক করুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
অভিনয়ের বাইরে অন্য এক কৃতি

অভিনয়ের বাইরে অন্য এক কৃতি

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

চিত্রনায়ক বাপ্পারাজের রহস্যময় পোস্ট

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
আবার কমলো এলপি গ্যাসের দাম

আবার কমলো এলপি গ্যাসের দাম

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

স্বর্ণের ভরি ছাড়াল ২ লাখ

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.