জনসংখ্যা অনুপাতে ইন্টারনেট ব্যবহার, ই-কমার্স সাইটে অ্যাকাউন্টধারীর সংখ্যা, ইন্টারনেট সার্ভারে এবং সরবরাহে নির্ভরযোগ্যতার ভিত্তিতে এই সূচক তৈরি করেছে, জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা।
সূচকে শীর্ষ দেশ সুইজারল্যান্ডের মোট পয়েন্ট ৯৫ দশমিক ৯। সেখানে বাংলাদেশের মাত্র ৩৩ দশমিক ৩। কোভিড মহামারি ঠেকাতে গত বছর মার্চ মাসে সাধারণ ছুটির মধ্যে ঘরবন্দি মানুষ ইন্টারনেটে কেনাকাটা করেন।
এই সময়ে বাংলাদেশের অনলাইন উদ্যোক্তাদের কারো কারো ব্যবসা কয়েকগুণ বৃদ্ধি পায়। সেবা নিয়ে আসে নতুন নতুন প্রতিষ্ঠান। তারপরও বৈশ্বিক সূচকে পেছালো বাংলাদেশ।