ঈদ উৎসবকে সামনে রেখে প্রকাশ পেয়েছিল নির্মাতা শিহাব শাহীনের ‘রঙিলা ফানুস’ নাটকটি। প্রকাশের পর নাটকটি লুফে নিয়েছে বেশ জনপ্রিয়তা। বিষয়টি নিয়ে খুবই উচ্ছ্বসিত সংশ্লিষ্টরা।
নাটকটি কমেডি ঘরানার হলেও এর মাধ্যমে সমাজে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন নাটকটির নির্মাতা। গরীব মানুষেরও মন বলে কিছু আছে। তারাও ঝকঝকে সচ্ছল একটা জীবনের স্বপ্ন দেখে। প্রথমবারের মতো পিওর কমেডি ধারার নাটক নির্মাণ করেছেন নির্মাতা।
অপূর্ব-সাবিলা অভিনীত সিএমভি প্রযোজিত এই নাটকটি প্রকাশের এক সপ্তাহের ব্যবধানে অতিক্রম করেছে ৫০ লাখ ভিউয়ের ঘর। গেল ১৮ আগস্ট নাটকটি ৫০ লাখের মাইল ফলক স্পর্শ করেছে।
গৃহকর্তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো গৃহপরিচারিকা শাপলা। ফেসবুকে নাম দিয়েছে ‘ড্যাডিস প্রিন্সেস শাপলা’! প্রোফাইল ছবি দেখেও চেনার উপায় নেই, কারণ ইউক্যাম পারফেক্ট দিয়ে ছবিটি এডিট করা। অ্যাডুকেশন তথ্যে দেওয়া আছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী! এমনই নাটকটির গল্প।
মূলত গৃহপরিচারিকার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রঙিলা ফানুস’। এর চিত্রনাট্য লিখেছেন জান্নাতুল ফেরদৌস লাবণ্য। এতে আরও অভিনয় করেছেন নাজিবা বাশার, শাওন, শেলি আহসান সহ অনেকে।