বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে সাজানো হয়েছে ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমাটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা নিবেদিত চলচ্চিত্র হতে যাচ্ছে এটি।
‘চিরঞ্জীব মুজিব’ ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। বেগম ফজিলাতুন নেছা রেণুর ভূমিকায় আছেন পূর্ণিমা। বঙ্গবন্ধুর বাবা ও মা হিসেবে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ ও দিলারা জামান।
সম্প্রতি ছবিটির ট্রেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো আবদুল হামিদ। রাষ্ট্রপতি মো আবদুল হামিদ নতুন প্রজন্মের জন্য বঙ্গবন্ধু ও তার রাজনৈতিক জীবনের ঘটনাবলি নিয়ে আরো চলচ্চিত্র নির্মাণ করার আহ্বান জানান।
গেল ২৩ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রটির ৩টি পোস্টারে স্বাক্ষরের মাধ্যমে এর উদ্বোধন করেন। নতুন খবর হল, তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগামী ৩১ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
চলচ্চিত্রটির পরিচালক ও সংলাপ রচয়িতা নজরুল ইসলাম। সৃজনশীল পরিচালক জুয়েল মাহমুদ ও প্রযোজক লিটন হায়দার। সম্প্রতি তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রজেকশন হলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে চিরঞ্জীব মুজিব’ জনপ্রিয়তা পাবে আশা প্রকাশ করেন।
ড. হাছান মাহমুদ জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং অন্য ভাষাভাষিসহ কোটি কোটি মানুষ গ্রন্থটি পড়েছে। চলচ্চিত্রটি অন্যান্য ভাষায় ডাবিং করে বিভিন্ন দেশে পাঠালে বঙ্গবন্ধুর জীবন এবং কর্ম ও সংগ্রাম সম্পর্কে বিশ্ববাসী জানতে পারবেন।