নিউজ ডেস্ক / বিজয় টিভি
সিয়াম বলেন, ‘সাধারণ ফাইট না এটি। তাই প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। গত দেড়মাস ধরে করছি। ছবির শুটিং শুরু হয়ে গেলেও ফাঁকে ফাঁকে এই প্রশিক্ষণ চালিয়ে যেতে হবে। ছবিতে কার্ব মাবার বিষয়টি উপযুক্তভাবে ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য।
এদিকে তাসকিন রহমান বলেন, ‘ডিফেন্স ও অ্যাটাকিং দু ধরনের প্রশিক্ষণই নিচ্ছি। এটি সাধারণ প্রশিক্ষণ না। এই বিশেষ ধরনের ফাইটের কলাকৌশলগুলো আয়ত্ব করারও প্রশিক্ষণ নেওয়া হচ্ছে। পাশাপাশি এই প্রশিক্ষণের জন্য যে ধরনের শারীরিক গঠনের দরকার সেটার জন্যও জিম করছি।
অন্যদিকে ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছেন তাসকিন রহমান। পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমাতে অভিনয় করে দারুণ আলোচনায় এসেছেন সিয়াম আহমেদ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি