প্রয়াত অভিনেত্রী দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরীলামিয়া চৌধুরীসন্ত্রাসী হামলার শিকার হন কয়েকদিন আগে। জমিসংক্রান্ত ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও নিজ বাড়িতে প্রায় ৪০জন তাকে আক্রমণ করেন তাকে। শেষে প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফেরেন বলে দাবি করেন দিতিকন্যা লামিয়া চৌধুরী।
ঢাকায় ফিরে সংবাদসম্মেলনে লামিয়া জানান, তার জমি দখলে বাধা দেওয়া হচ্ছে। এবার অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ রাখলেন। তার ওপর হামলাকারীদের যেন শিগগির আইনের আওতায় আনা হয়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে লিখেন, শনিবার (২২ ফেব্রুয়ারী ) আমার মায়ের (প্রয়াত চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি) গ্রামের বাড়ি, সোনারগাঁতে আমাদের পারিবারিক জমি দখল করার উদ্দেশ্য নিয়ে একটি সন্ত্রাসী গোষ্ঠী আমার ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। লাঠি, দেশিয় অস্ত্র এবং ইট-পাথর নিয়ে তারা আমার ওপর নির্মম আঘাত হানে, যার ফলে আমি গুরুতর আহত হয়েছি এবং ইমিডিয়েট সার্জারি করা লাগবে।
এরপর লেখেন, আমি গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, কিছু ব্যক্তি এই ঘটনাটিকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে এবং আমাকে রাজনীতির সাথে জড়ানোর অপচেষ্টা করছে। আমি স্পষ্ট করে বলতে চাই, আমার বাবা, প্রয়াত চিত্রনায়ক সোহেল চৌধুরী, এবং মা, প্রয়াত চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি, কেউই কখনও রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। তারা ছিলেন সংস্কৃতির মানুষ, আমিও তাদের আদর্শেই চলেছি এবং চলব।
লামিয়া যোগ করেন, এই হামলাটি কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি সম্পূর্ণভাবে জমি দখল ও আমাকে হত্যার উদ্দেশ্যে সংঘটিত হয়েছে। আমি এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং দাঁড়িয়ে থাকব। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ করছি, দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক।
সবশেষে দিতিকন্যা লিখেছেন, আমি আমার এবং আমার পরিবার বর্গের নিরাপত্তার জন্য পর্যাপ্ত প্রোটেকশন চাই।