বলিউড অভিনেত্রী ও মডেল শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ তার পরিবার, ভক্ত ও চলচ্চিত্র জগৎ। গত ২৭ জুন মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এক সপ্তাহ পেরিয়ে গেলেও এই শোক সহজে ভোলার নয়।
প্রিয়তমা স্ত্রীকে হারানোর বেদনা বারবার তাড়া করে ফিরছে স্বামী পরাগ ত্যাগীকে। স্ত্রীর স্মরণে পরাগ ইনস্টাগ্রামে দ্বিতীয়বারের মতো একটি আবেগঘন পোস্ট করেছেন, যা তার গভীর শোকের প্রতিচ্ছবি।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রয়াত স্ত্রী শেফালির সঙ্গে একাধিক ছবি পোস্ট করে পরাগ লিখেছেন, ‘আমার পরী, তোমাকে সবসময় মনে পড়ে। মনে হয় যেন তুমি আমার সঙ্গেই আছো। তোমাকে সারাজীবন ভালোবাসবো। আমার গুন্ডি, আমার সারাজীবনের ভালোবাসা তোমাকে খুব মনে পড়ে। যেখানে আছো শান্তিতে থাকো, ভালো থাকো।’
‘কাঁটা লাগা গার্ল’ হিসেবে পরিচিত শেফালির অকাল প্রয়াণে শুধু চলচ্চিত্র জগতেই নয়, তার অগণিত ভক্তরাও শোকাহত। স্ত্রীর এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেননি পরাগ। এমনকি স্ত্রীর মৃত্যুর পরের দিন সকালে পোষা কুকুর নিয়ে বাইরে বের হওয়ায় তাকে কিছু কটাক্ষের শিকারও হতে হয়েছিল।
এর আগে শেফালির মৃত্যুর পর পরাগ তার প্রথম পোস্টে লিখেছিলেন, ‘আমার পরী। চিরন্তন, চিরসবুজ ‘কাঁটা লাগা’ গার্ল। তোমার চোখে যা দেখা যেত তার থেকেও তোমার মধ্যে অনেক বেশি গুণ ছিল। তোমার কাজের প্রতি একাগ্রতা, নিষ্ঠা, তোমার জীবনদর্শন ছিল সত্যিই প্রশংসনীয়।’
‘পেশাগত জীবনেই শুধু নয় তুমি ব্যক্তি শেফালি হিসেবেও ভীষণ ভালো মানুষ ছিলে। কত সহজেই সবাইকে আপন করে নিতে। সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে। মায়া-মমতায় জড়িয়ে রাখতে সবাইকে ঠিক মায়ের মতোই। শেফালি সবসময় মনের মাঝে থাকবে স্মৃতি হয়ে। আমি তার আত্মার শান্তি কামনা করি। তোমার জন্য আমার সেই চিরন্তন ভালোবাসাই থাকবে আজীবন।’