1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
শুভশ্রীর সম্মানহানি হোক চাই না, ‘দুই বাচ্চার মা’ প্রসঙ্গে দেব - বিজয় টিভি
ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

শুভশ্রীর সম্মানহানি হোক চাই না, ‘দুই বাচ্চার মা’ প্রসঙ্গে দেব

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে
শুভশ্রীর সম্মানহানি হোক চাই না, ‘দুই বাচ্চার মা’ প্রসঙ্গে দেব

গত ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’। এই ছবির হাত ধরেই প্রায় ১০ বছর পর দেব-শুভশ্রীকে একসঙ্গে বড় পর্দায় দেখেছিলেন দর্শকরা। সিনেমা সফল হওয়ার পরই দেব-শুভশ্রী জুটির রসায়ন ভেঙে গেল। ছবি মুক্তির পরই বদলে গেছে তাদের সমীকরণ। সম্প্রতি দেবের করা একটি মন্তব্যে বিরক্তি প্রকাশ করেছেন শুভশ্রী। যথাযথ উত্তরও দিয়েছেন নায়িকা। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।

নিজের প্রযোজিত প্রথম সিনেমায় শুভশ্রীকে কাস্ট করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেই কি ‘ধূমকেতু’তে ‘রূপা’র চরিত্রে দেখা গিয়েছে তাকে? এমন প্রশ্নের জবাবে দেব বলেন, ‘শুভশ্রী যদি চরিত্রের জন্য যথাযথ না হতেন তাহলে ছবিতে হয়ত তাকে নেওয়া হতো ঠিকই তবে মুখ্য চরিত্রে নয়, হয়তো অন্য কোনও চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হত তাকে।’

সেই প্রেক্ষিতেই এক পডকাস্টে এসে শুভশ্রী বলেছিলেন, ‘একজন সংবেদনশীল মানুষ কীভাবে এই ধরনের কথা বলে, আমার জানা নেই। আমার কোনোদিনই পার্শ্বচরিত্র করতে অসুবিধে নেই। আমার কাছে সিনেমার চরিত্রই গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়ে এরকম একটা অসম্মানজনক মন্তব্য, যেখানে তুমি একটা ছবির প্রচার করছো, একজন হিরোইনের সঙ্গে। আমি সত্যিই জানি না।’

এবার এ বিষয়ে মুখ খুললেন দেব। দেবের কথায়, ‘যত বেশি ভালোবাসা তত বেশি অভিমান থাকে মানুষের। আমার মনে হয় শুভশ্রী যে মন্তব্যটা করেছে সেটা পুরোপুরি ভালোবাসা থেকেই করেছে। নাহলে এক ঘণ্টা সাক্ষাৎকারে সে আমাকে নিয়েই বলেছে, বা এক ঘন্টা আমাকে নিয়েই নষ্ট করেছে, সেটা ভালোবাসা ছাড়া হয় না। শুভশ্রী ওই একটা লাইনকে ধরেছে।’

তার কথায়, ‘কিন্তু আমি প্রথম ইন্টারভিউ থেকে বলছি যে, যেভাবে ও সংসার এবং কাজকে হ্যান্ডেল করছে, সেই কথাগুলো ও নিশ্চয়ই শুনেছে। পুরো প্রমোশান জুড়ে তার সঙ্গে আমি সুপারস্টারের মতো ব্যবহার করেছি। আমার টিম যখন আমার জন্য গান বানিয়েছিল, আমি বলেছিলাম তার জন্যও বানানো উচিত। কারণ ও সুপারস্টার। তার জন্য গান বানিয়ে সেটা তাকে নিবেদনও করেছিলাম। সেটা সম্মান নয়?’

চর্চিত মন্তব্য নিয়ে দেব বলেন, ‘আমাকে প্রশ্ন করা হয়েছিল যে এখন ধূমকেতু করলে শুভশ্রীকে নেওয়া হত কিনা। আমি তাকে কথা দিয়েছিলাম আমার প্রযোজনা সংস্থার প্রথম কাজে ও থাকবে তাই তাকে রাখতাম। ১০ বছর আগে যে চরিত্রটার জন্য তাকে নেওয়া হয়েছিল সেটায় ও ফিট করেছিল। কিন্তু আজ যদি কাস্টিং হয়, সেখানে তার জায়গায় যদি কেউ ডিজার্ভিং হন, তাকে কাস্ট করব। আমি ওখানে এটাও বলেছিলাম যে, দেব কেও কাস্টিং করতাম না। কারণ দেবের মধ্যেও সেই সারল্য নেই।’

‘আমি কখনও বলিনি দুটো বাচ্চার জন্য তার সারল্য চলে গিয়েছে, যেভাবে বলা হচ্ছে বা ভিক্টিম কার্ড খেলা হচ্ছে। ১৪ বছর আগেও ও যখন বলেছে, ‘বাথরুমে কেঁদেছি’, সেই সময়ও কিছু বলিনি। সব সহ্য করেছি। আজকেও কিছু বলব না। কারণ আমার মনে হয় এটাই তো সম্মান দেওয়া। ও কিছু বলেছে, আমার কতটা খারাপ হবে আমি জানি না। কিন্তু আমি যদি আজ দুটো কথা তাকে নিয়ে বলি তাহলে তার খারাপ হবে। তার সম্মানটা কোথাও আমারই সম্মান।’

শেষে বলেন, ‘আমি সব সময়ই চাই শুভশ্রীর সম্মানহানি যাতে না হয়। কারণ ওর হারানোর অনেক কিছু আছে। আমি সব সময় নিজের মার্জিনটা ধরে রেখেছি আর ততটাই কথা বলেছি, যাতে ওর সম্মানটা বাড়ে। শুভশ্রী আমার কাছে সর্বদা সুপারস্টারই থাকবে। ওই যে বলেছে না মা হয়ে গিয়েছি, সরলতা চলে গেছে। মা হয়ে গেছে বলে ইনোসেন্সের কথা বলিনি, ও নিজেই বলে আমি দুই সন্তানের মা। এটা তো গর্বের ব্যাপার। আমি দেখছি ও কী সুন্দর হ্যান্ডেল করছে সবকিছু। এবার সেটাকে নিয়ে যদি কাটাছেঁড়া করা হয়, এখানে আর কিছু তো বলার থাকে না।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ডাকসু নির্বাচন স্থগিত

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচন স্থগিত

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
কুসুমের নতুন রূপ নজর কাড়ল ভক্তদের

কুসুমের নতুন রূপ নজর কাড়ল ভক্তদের

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.