২৫ মে যুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে নিহত হন ৪৮ বছর বয়সী কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড। ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে লকডাউন উপেক্ষা করে রাজপথে মানুষের জোয়ার নেমেছে দেশটিতে। শুধু যুক্তরাষ্ট্রই নয় পৃথিবীর বিভিন্ন দেশও সামিল হয়েছে এই হত্যার প্রতিবাদে।
তারই রেশ ধরে ঢাকার লকডাউন ভুলে গিয়ে যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যে পুলিশি নির্যাতনে নিহত জর্জ ফ্লয়েডকে নিয়ে গাইলেন বাংলাদেশের গণসংগীতশিল্পী ফকির আলমগীর। আনু মুস্তাফিজের সংগীতায়োজনে গানটির কথা লিখেছেন কবির বকুল সুর দিয়েছেন ফকির আলমগীর।
কী আমার বর্ণ কী আমার ধর্ম, আমি কৃষ্ণাঙ্গ নাকি শ্বেতাঙ্গ, থাকবে কেন এই বৈষম্য, আমি মানুষ, মানুষ হয়েই জন্ম—এমন কথায় সাজানো গানটি গত রবিবার ৭ জুন রাতে ঢাকার একটি স্টুডিওতে রেকর্ড করা হয়েছে।
রেকর্ডিং শেষে এখন চলছে এর মিক্সিং ও ভিডিও নির্মাণ প্রক্রিয়া। জানা গেছে, ভিডিওতে স্থান পাবে ঐতিহাসিক কিছু পুরনো ফুটেজ। শুধু তা-ই নয়, গানটি প্রকাশ করা হবে আন্তর্জাতিক একাধিক প্ল্যাটফর্মে।
ফকির আলমগীর বলেন, ‘জর্জ ফ্লয়েডের ঘটনাটি সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। তার জন্য আমি নিজেও ব্যথা অনুভব করছি। প্রথম দিন থেকেই মনে হচ্ছিলো এটার প্রতিবাদ করা দরকার। গান বানানো দরকার।
দেশের বাইরেও গানটি প্রকাশের কথা চলছে। এ সপ্তাহের মধ্যে গানটি শ্রোতাদের শোনাতে পারবেন বলে জানিয়েছেন গানটির সংশ্লিষ্টরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি