ভারতীয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ১৪ জুন নিজ বাড়িতে পাওয়া যায় তার ঝুলন্ত মরদেহ। মৃত্যুর কয়েক দিন পার হলেও বিষয়টি নিয়ে আলোচনা থামছেই না। স্বজনপ্রিতীসহ বলিউডের নানা ঘটনা উঠে আসছে গণমাধ্যমে।
তাঁর মৃত্যু যেন বিনোদন অঙ্গনে একটা নতুন ঝাঁকুনি দিয়েছে। স্বজনপ্রিতী নিয়ে ভারতের তারকাদের পাশাপাশি বাংলাদেশের অনেকে কথা বলার চেষ্টা করছেন।
এসব ঘটনা ও আলোচনা নিয়ে একটি তথ্যচিত্র বানাচ্ছেন বাংলাদেশি পরিচালক জীবন শাহাদাৎ। পরিচালক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমে।
পরিচালক জানিয়েছেন, সুশান্ত সিং রাজপুতকে নিয়ে তৈরি ডকু ফিল্মের দৈর্ঘ্য হবে ২০ মিনিটের। নাম ‘হত্যা শেষে আত্মহত্যা’। বিভিন্ন টক শো আর ফুটেজ দিয়ে তৈরি হবে ডকু ফিল্মটি। এটা অনেকটা বায়ো ডকু ধাঁচের। ডকু ফিল্মটি পর্দায় উপস্থাপন করবেন দেবাশীষ বিশ্বাস।’
কতটা বাজে এবং মানসিক নির্যাতন একজন আধুনিক মানুষকে আত্মহত্যার মতো একটি সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়, এবং এ ক্ষেত্রে আশেপাশের মানুষের কেমন ভুমিকা হবে তা বোঝাতেই এই তথ্যচিত্র।
নিউজ ডেস্ক/বিজয় টিভি