পর্দায় প্রাণবন্ত, উচ্ছ্বল তরুণী কারিনা কাপুর। এখন তিনি কারিনা কাপুর খান। বাড়িতে সবাই তাকে ভালোবেসে ডাকেন বেবো নামে। সম্প্রতি বেবো পূরণ করেছেন ক্যারিয়ারের বিশ বছর।
বলিউডের বিখ্যাত কাপুর পরিবার থেকে চলচ্চিত্র অঙ্গনে পা রেখেছিলেন কারিনা কাপুর। ছোটবেলা থেকেই তার বোন অভিনেত্রি কারিশমা কাপুরের সাথে সিনেমার সেটে যেতেন। সেখান থেকেই অভিনয়ের প্রতি ভালবাসা। শুধু তাই নয় তিনি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে অভিনয়ে ট্রেনিংও নেন।
২০০০ সালে রিফিউজি সিনেমার মাধ্যমে তিনি বলিউডে যাত্রা শুরু করেন। সেই সুবাদে সম্প্রতি তিনি দুই দশক পূর্ণ করলেন তার ক্যারিয়ারের। দর্শকদের তিনি বরাবরই বেশ ভালো কিছু সিনেমা উপহার দিয়েছেন। তবে কিছু সিনেমার জন্য সমালোচিতও হয়েছেন তিনি।
‘রিফিউজি’ দিয়ে কারিনার অভিষেক হলেও মেলোড্রামাধর্মী ব্লকবাস্টার ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমা দিয়ে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেন কারিনা।
২০০৪ সাল ছিল তার ঘুরে দাঁড়ানোর সময়। এই বছর তিনি নাট্যধর্মী ‘চামেলি’তে একজন যৌনকর্মীর ভূমিকায় এবং ‘দেব’ চলচ্চিত্রে দাঙ্গাকবলিত এক নারীর ভূমিকায় অভিনয় করেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।
কারিনা বরাবরই নিজেকে প্রমাণ করেছেন ইতিবাচক অভিনয়ের মধ্য দিয়ে। ২০০৬ সালে তিনি উইলিয়াম শেক্সপিয়র রচিত ওথেলো নাটকের ছায়া অবলম্বনে নির্মিত ‘ওমকারা’ চলচ্চিত্রে অভিনয়ে করে অর্জন করনে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার।
ছয় বার পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। যব উই মেট, ওমকারা, হিরোইন, বডিগার্ড, থ্রি ইডিয়টস সহ অনেক সিনেমাই বার বার দেখেন দর্শকরা।
কারিনা কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা আংরেজি মিডিয়াম দারুণ প্রশংসিত হয়েছে। বর্তমানে কারিনা সুপারস্টার আমির খানের বিপরীতে লাল সিং চাড্ডা নামের একটি সিনেমায় অভিনয় করছেন। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত তালাশে’র পর এই সিনেমাটির মধ্য দিয়ে তাদের আবারও একসঙ্গে দেখা যাবে।