বলিউডে নেপোটিজম ও পক্ষপাতিত্ব নিয়ে বিতর্ক অনেকদিন থেকেই চলে আসছে। অনেকেই বিষয়টি নিয়ে কথা বলছেন। তবে এ বিষয়ে সবচেয়ে বেশি সোচ্চার অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বারবার গর্জে উঠেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে হত্যাকান্ড বলে দাবি করেছেন কঙ্গনা। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তিনি যা দাবি করেছেন তা যদি তিনি প্রমাণ করতে না পারেন তাহলে তিনি ফিরিয়ে দেবেন তার পদ্মশ্রী।
এই বিষয়ে মুম্বাই পুলিশের সমালোচনা করে কঙ্গনা বলেন, ‘মুম্বাই পুলিশের পক্ষ থেকে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। আমি বলেছি, আমি মানালিতে আছি, যদি আপনারা আমার ভাষ্য রেকর্ড করার জন্য কাউকে পাঠান, তাহলে আমি দিতে পারি। তবে এরপর আমাকে আর কিছুই জানানো হয়নি।’
পুরনো কথা তিনি আবারও উপস্থাপন করে বলেন, ‘সুশান্তকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কিছু মানুষ প্রমাণ করার চেষ্টা করছেন দীর্ঘ সময় ধরে অবসাদে ভোগার কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন সুশান্ত। ওর মতো মানুষ কী করে অবসাদে ভুগতে পারেন?
কঙ্গনা আরও বলেন, ‘মুম্বাই পুলিশ কেন আদিত্য চোপড়া, করণ জোহর, রাজীব মাসান্দকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে না? তারা ক্ষমতাবান বলে?’
গত ১৪ জুন মুম্বাইয়ে বান্দ্রার কার্টার রোডে নিজের ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে জানা গেছে, বিছানার চাদর গলায় পেঁচিয়ে ঝুলে থাকায় শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি