কয়েক বছর আগে যখন বাহুবলির প্রথম ভাগ মুক্তি পায় তখন দক্ষিনী তারকা প্রভাসের জনপ্রিয়তা পুরো ভারতে বেড়ে যায়। এখন পর্যন্ত বলিউডে মাত্র দুইটি সিনেমা করেছেন প্রভাস। তবুও তার জনপ্রিয়তা অনেক। সম্প্রতি বলিউডে তার তৃতীয় ছবির প্রথম পোস্টার প্রকাশ করলেন অভিনেতা।
পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন প্রভাস। পোস্টারে নীল রঙের প্রেক্ষাপটে বড় করে সোনালি অক্ষরে ‘A’ লেখা। তারই মাঝে লেখা রয়েছে ‘আদিপুরুষ হিসেবে প্রভাসের নাম। নিচে ক্যাপশনে লেখা, ‘অশুভকে হারিয়ে শুভ শক্তির বিজয়োৎসব।’
আদিপুরুষ’ ছবিটি পরিচালনা করবেন ‘তানাজি দ্য আনসাং ওয়ারিয়র’ খ্যাত পরিচালক ওম রাউত। তেলুগু এবং হিন্দি ভাষায় তৈরি হবে ছবিটি। তারপর তামিল, মালয়ালম, কন্নড়-সহ বিদেশি ভাষাতেও ডাবিং করা হবে। ছবির অন্যতম প্রযোজক ভূষণ কুমার।
জানা গিয়েছে, আগামী বছর শুরু হবে ছবি শুটিং। ছবি মুক্তি পাবে ২০২২ সালে। এছাড়া তরণ আদর্শের টুইট থেকে আরও জানা গিয়েছে, রামায়ণের উপর নির্ভর করে তৈরি হবে এই ছবির কাহিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি