ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে টিভি সিরিজগুলো। এরইমধ্যে ভারতের অনেক জনপ্রিয় টিভি সিরিজ জায়গা করে নিয়েছে মানুষের মনে। তেমনি একটি ক্রাইম থ্রিলার সিরিজ মির্জাপুর।
অপরাধজগতের টানটান গল্প নিয়ে মির্জাপুরের প্রথম সিরিজ। খুব সহজেই একে গ্যাংস অফ ওয়াসেপুরের ওয়েব ভার্সন বললেও ভুল হয় না। আইনকানুনের ধার না ধারা উত্তর প্রদেশের অলিগলিতে নৃশংসতার গল্প তুলে ধরা হয়েছে এই সিরিজে। এটি পরিচালনা করেছেন অংশুমান এবং পুনীত কৃষ্ণ।
বহুদিন ধরেই ভক্তরা অপেক্ষা ছিলেন মির্জাপুর দ্বিতীয় সিজনের। অবশেষে সেই অপেক্ষার পালা ফুরালো। সম্প্রতি অ্যামাজন প্রাইম প্রকাশ করেছে নতুন একটি ভিডিও।
কি আছে ভিডিও তে? মির্জাপুরের প্রতি দর্শকের ভালোবাসা ও পাগলামির নানা নিদর্শনের কোলাজ করে এই বিশেষ ভিডিও তৈরি করা হয়েছে। আসলে, মির্জাপুরের দ্বিতীয় সিজন আসার আগে প্রথম সিজনের প্রতি দর্শকের যে অবিরাম ভালোবাসা তাকেই অ্যামাজন নিজস্ব স্টাইলে ধন্যবাদ জানিয়েছে। ভিডিয়র শেষে ইঙ্গিত দেয়া হয়েছে মির্জাপুর টু-এর।
কুলভূষণ খারবান্দা, আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠি, শ্বেতা ত্রিপাঠিসহ আরো অনেকে এই সিরিজে অভিনয় করেছেন। সিরিজটি কবে প্রকাশ পাবে তা নিশ্চিত করে জানা যায়নি এখনো।