বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান। একসময় উপহার দিয়েছেন পরিণীতা, রেহনা হে তেরে দিল মে- এর মত জনপ্রিয় ছবি। কিন্তু বিগত বছরগুলোতে ওয়েব সিরিজ সেকরেড গেমস ছাড়া তার ঝুলিতে নেই আলোচিত তেমন কোনো সিনেমা।
তাই হয়ত লেখালিখিতে মন দিতে চাইছেন এই নায়ক। ঘোষণা দিয়েছেন নিজের আত্মজীবনী লেখার।
ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খান পতৌদি এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সন্তান সাইফ আলি খান। বলিউডে যাত্রা শুরু করেন যশ চোপড়ার ছবি পরম্পরা ছবির মাধ্যমে। নব্বই দশকের রোমান্টিক নায়ক হিসেবে নিজের পরিচিতি গড়েছিলেন সাইফ। পরে তা ভেঙে ‘ওমকারা’, ‘একলব্য’ থেকে ‘লাল কাপ্তান’ এর মত ছবি করেন।
তার আত্মজীবনীতে উঠে আসবে পরিবার, ক্যারিয়ার, সাফল্য ও ব্যর্থতার গোপন অনেক গল্প। লেখক হওয়া প্রসঙ্গে সাইফ বলেন, ‘অনেক কিছুই এখন পরিবর্তন হচ্ছে। সবকিছু রেকর্ড করে রাখার জন্য স্মৃতি রোমন্থন ভালোই লাগবে। আশা করব অন্যরাও বইটি পছন্দ করবেন।’
সাইফের আত্মজীবনীটির নাম এখনও চূড়ান্ত হয়নি। আগামী বছর বইটি বাজারে আসার সম্বাভনা রয়েছে।