কথাবন্ধু থেকে শুরু করে উপস্থাপনা ও মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। বিজ্ঞাপনচিত্রে তার গ্লামারাস উপস্থিতি এবং ভিন্নধর্মী উপস্থাপনার কারণে পরিচিতি পান তিনি। বড় পর্দায় তার অভিষেক হয় ২০১৫ সালে।
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আশিকী চলচ্চিত্র দিয়ে নিজের ফিল্মি ক্যারিয়ার শুরু করেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ২০১৬ সালে মুক্তি পায় এই নায়িকার দুটি সিনেমা ‘হিরো ৪২০’ ও ‘বাদশা দ্য ডন’৷ অ্যাকশন ধর্মী-রোমান্টিক চলচ্চিত্র ‘বাদশা দ্য ডন’ ছবিটি দিয়ে কলকাতার সুপারস্টার জিৎ এর বিপরীতে প্রথমবার পর্দা ভাগাভাগি করেন নায়িকা ফারিয়া।
২০১৮ সালের কথা। সে বছরেই ‘শাহেনশাহ’ সিনেমার মহরত শেষে শুটিং শেষ করেন ফারিয়া। ২০১৯ সালে মুক্তির কথা থাকলেও তা আর হয়নি। অবশেষে চলতি বছর মার্চেই মুক্তি পায় ‘শাহেনশাহ’। কিন্তু করোনার ধাক্কায় সিনেমা হল বন্ধ করে দেয়ায় হল থেকে নামিয়ে ফেলা হয় শাহেনশাহ।
শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমার মধ্যদিয়ে শাকিব খানের বিপরীতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন নুসরাত ফারিয়া। দুই বাংলা মিলিয়ে করোনার কারণে আটকে আছে তার বেশ ক’টি সিনেমা। যার মধ্যে দীপংকার দীপনের ‘ঢাকা ২০৪০’, ‘অপারেশন সুন্দরবন’, রাজা চন্দর ‘ভয়’ অন্যতম।
দীর্ঘ সাত বছর গোপনে প্রেমের পর অবশেষে অভিনেত্রী নুসরাত ফারিয়া গেল মার্চে বাগদান সেরেছেন। পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই হবে জমজমাট বিয়ের আয়োজন।
৮ সেপ্টেম্বর নুসরাত ফারিয়ার জন্মদিন। বয়স কত হল এই নায়িকার? অনেকই বলেন, নায়িকাদের বয়স নাকি জানতে নেই!
নিউজ ডেস্ক/বিজয় টিভি