৯ সেপ্টেম্বর মুম্বাই ফিরবেন কঙ্গনা, জানিয়েছিলেন টুইটারে। দুপুরে ফিরেছেনও তিনি। কিন্তু কঙ্গনা পৌঁছানোর আগেই বিএমসি শুরু করে দিয়েছে অভিনেত্রীর অফিস ভাঙার কাজ। মুম্বাইয়ের পালি হিলসে অবস্থিত কঙ্গনার প্রযোজনা সংস্থা মনিকর্ণিকা ফিল্মসের অফিসের কিছু অংশ ভেঙ্গে ফেলা হয়েছে এরইমধ্যে।
বিএমসির মুখপাত্র জানিয়েছেন, ৮-১০ টি কাঠামোগত নিয়ম লঙ্ঘন করা হয়েছে বান্দ্রার পালি হিলের এই অফিসে। এটি ভাঙার পর পরবর্তীতে আইন মেনে আরও ব্যবস্থা নেওয়া হবে’।
অফিস ভাঙার খবর শুনে কঙ্গনা টুইটারে লিখেছেন, ‘মহা সরকার ও তার গুণ্ডারা বেআইনি ভাবে আমার প্রোপার্টি ভাঙছে। চালিয়ে যান! মহারাষ্ট্রের সম্মান রক্ষায় রক্ত দেয়ার অঙ্গিকার করেছিলাম। এটা কিছুই না। সব নিয়ে নিন আমার, তবুও আমার মনোবল শুধু বাড়তেই থাকবে।’
মঙ্গলবার নির্মাণে বেশ কিছু কাঠামোগত ত্রুটি খুঁজে পেয়েছিল বিএমসি। ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল অভিনেত্রী। কিন্তু নায়িকার জবাবে সন্তুষ্ট নয় বিএমসি। কঙ্গনার আইনজীবী জানান, বিএমসির অভিযোগ ভিত্তিহীন। এখন অফিসে কোন কাজ চলছে না।
নিউজ ডেস্ক/বিজয় টিভি