এদিকে গত ১৮ আগস্ট শরীরে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন নায়ক ফারুখ। কিছুদিন পর সুস্থ হয়ে বাসায়ও ফেরেন তিনি। কিন্তু ৩১ আগস্ট আবারও অসুস্থ হয়ে পড়েন ঢাকাই চলচ্চিত্রের মিয়া ভাই ফারুক।
শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ফারুখের স্ত্রী ফারহানা ফারুক।
করোনার কারণে নিয়মিত ফ্লাইট চলাচলে ঝামেলা থাকায় ১৩ সেপ্টেম্বর সকাল ৭টা ৩০ মিনিটে কার্গো বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি