টালিউডের সিনেমায় বিষয়বস্তুর ভিন্নতা নতুন কিছু নয়। সেই ধারাবাহিকতায় খাবারকে উপজীব্য করে গত কয়েক বছর ধরে টালিগঞ্জে নির্মিত হয়েছে বেশ কিছু সিনেমা। গত বছর জনপ্রিয় নির্মাতা অঞ্জন দত্ত ঘোষণা দিয়েছিলেন তার পরিচালিত পরবর্তী সিনেমাটি ‘মিউজিক্যাল ফুড ফিল্ম’। খাবারদাবারের পাশাপাশি ছবিটির বড় অংশে থাকবে সংগীত।
ঘোষণা অনুযায়ী ‘সাহেবের কাটলেট’ শিরোনামের ছবিটির শুটিং ও সম্পন্ন করেছেন অঞ্জন। কিন্তু শুটিং শেষ হওয়ার পরেই বাধা হয়ে দাঁড়ায় করোনা! করোনা কালে কলকাতার প্রেক্ষাগৃহগুলো বন্ধ থাকায় অঞ্জন দত্তের আসন্ন ছবিটির মুক্তি স্থগিত ঘোষণা করা হয়।
কিন্তু আর অপেক্ষা করতে রাজি নন অঞ্জন দত্ত। ছবিটির শুটিংয়ের সকল কাজ শেষ হয়ে যাওয়ায় খুব শিগগির এর পোস্ট প্রোডাকশনে নামার ঘোষণা দিয়েছেন তিনি। তবে মুক্তির জন্য ছবিটি পুরোপুরি ভাবে প্রস্তুত থাকলেও প্রেক্ষাগৃহ খোলার জন্য অপেক্ষা করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন অঞ্জন দত্ত।
ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অর্জুন চক্রবর্তী ও শ্রীতমাকে। এছাড়াও ছবিটিতে রয়েছেন কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসুর অম্বরীশ ভট্টাচার্যকে। ছবিটিতে অঞ্জন দত্তকেও দেখা যাবে।