প্রদীপ সরকার এর নতুন ছবি নটী বিনোদিনী তে কে অভিনয় করবেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছিল। অবশেষে পরিচালক জানালেন এই চরিত্রে অভিনয় করবেন ঐশ্বরিয়া রাই বচ্চন। বিনোদ বৌঠান থেকে তিনি হয়ে উঠবেন বিনোদিনী দাসি।
নটি বিনোদিনী ছবিতে অভিনয়ের ব্যাপারে মৌখিক সম্মতি দিয়ে রেখেছেন ঐশ্বরিয়া। যদিও তার সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘ঐশ্বরিয়া নটি বিনোদিনী ছবিটি করবেন বলে অনেক আগেই মৌখিক সম্মতি দিয়েছিলেন। চিত্রনাট্য হয়ে গেলে তার সঙ্গে যোগাযোগ করব।
বিনোদিনীর আত্মজীবনী অমরকথার ভিত্তিতে নটি বিনোদিনী ছবিটি নির্মিত হতে যাচ্ছে। একজন যৌনকর্মী অভিনেত্রী ও গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার গল্প দেখানো হবে সেখানে। এর আগে নটী বিনোদিনীর জীবন নিয়ে বাংলা চলচ্চিত্র, ডকুমেন্টারি, নাটক, যাত্রা, টেলিভিশন সিরিয়াল তৈরি হয়েছে, কিন্তু হিন্দিতে এটাই হতে যাচ্ছে প্রথম সিনেমা।
ঐশ্বরিয়াকে শেষবার দেখা গেছে ফ্যানি খান ছবিতে। এরপর তাকে দেখা যাবে মণি রত্নম পরিচালিত ঐতিহাসিক গল্পের তামিল ভাষার পনিয়িন সেলভান ছবিতে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি