এই সময়ের উঠতি তরুণ লেখকদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন অন্যতম। গত দুই বছরে বই মেলায় ‘বহুরূপী কাইকর’ ও ‘কাইকর কামলার বউ’ উপন্যাস দিয়ে আলোচনায় আসেন এ লেখক। গত বছর তুমুল পাঠক প্রিয়তা তাকে সাহস জুগিয়েছে এই করোনার সময়েও নতুন প্রকাশনির সঙ্গে চুক্তি করার।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে শিখা প্রকাশনির প্রকাশক কাজী নাফিস ও লেখক তার নতুন বই প্রকাশের চুক্তি সই করেন।
চুক্তি অনুযায়ী আগামী বছর একুশে বই মেলায় শিখা প্রকাশনি থেকে লেখক আব্দুল্লাহ আল মামুনের নতুন উপন্যাস, ‘সৃজিত মুখার্জী-র নাম কী? ‘ প্রকাশিত হবে।
করোনার সময়ে নতুন বইয়ের চুক্তির বিষয়ে উচ্ছাস প্রকাশ করে লেখক বলেন, সত্যিই এটি দারুণ একটি খবর। এতো খারাপ সময়ে গেছে যে, তা আর বলার অপেক্ষা রাখে না। শিখা প্রকাশনি থেকে ২০২১ এর বই মেলায় আমার নতুন বই প্রকাশ করার বিষয়ে একটি চুক্তি হয়েছে। আশা করছি দারুণ কিছু হবে। ক্রাইম সাইকো থ্রিলার উপন্যাস হবে এটি। পাঠকদের জন্য ভালো একটি বই উপহার দেওয়ার চেষ্টা করবো আবারো। বরাবরের মতো পাশে চাই আপনাদের। পাঠক আমার প্রাণ।
চুক্তির বিষয়ে শিখা প্রকাশনির প্রকাশক কাজী নাফিস বলেন, তরুণ জনপ্রিয় লেখক আব্দুল্লাহ আল মামুনের সাথে চুক্তিবদ্ধ হয়ে আমরা আনন্দিত। আশা করছি ভালো কিছু হবে। করোনার খারাপ সময়টা কাটিয়ে আমরা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। আর বরাবরের মতো আমাদের প্রকাশনি থেকে নতুন লেখকদের বই প্রকাশ করার বিষয়ে সব সময় তাদের পাশে থাকি। আমরা বিশ্বাস করি, আজকের তরুণ লেখক, আগামী দিনের জনপ্রিয় লেখক। তার নতুন বইটি আমাদের প্রকাশনি থেকে প্রকাশ হবে। আশা করছি পাঠকের কাছে ভালো একটি বই তুলে দিতে পারবো।
নিউজ ডেস্ক/বিজয় টিভি