পুজোয় নতুন জামা নয়, ‘চিনি’ আর ‘দেবদাস’-এ নতুন কাজের খবর উপহার দিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। ইদানীং সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে অভিনেত্রীদের ভিডিয়ো শুটে।অভিনেত্রী, সাংসদ নুসরত জাহানের ভিডিয়ো শুটের তলায় প্রথম কমেন্ট লেখেন মধুমিতার এক ভক্ত, “মধুমিতা তোমার ভিডিয়ো শুট চাই।” এর পর থেকেই ইনস্টাগ্রামে ট্রেন্ডিং “মধুমিতা তোমার নতুন লুকের ভিডিয়ো চাই।” অভিনেত্রী ইশা সাহার ভিডিয়োর নীচেও এক নেটাগরিক লেখেন, “কেউ মধুমিতার ভিডিয়ো বানাও।’’
অবশেষে ভক্তদের খুশি করতে মধুমিতা পাখির ইমেজ মুছে নতুন লুকে ধরা দিলেন। বৃহস্পতিবার প্রকাশিত হল তাঁর ভিডিয়োর টিজার। এলো চুল, খোলা পিঠে ঝড় তুলেছেন তিনি।ভিডিয়োর টিজার পোস্টের পর নেটাগরিকদের মধ্যে তার তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ লিখছেন, “এই ভিডিয়ো করোনা ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে মারাত্মক ভাবে সাহায্য করবে…ট্রায়াল পরীক্ষার কার্যালয়ে টাঙিয়ে দেওয়া হোক!”
এ দিন থেকে শুরু হল মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘চিনি’-র শুট। এই ছবিতে মা-মেয়ের গল্প বলবেন পরিচালক।ফ্যামিলি ড্রামা বা রম-কমে বরাবরই সিদ্ধহস্ত মৈনাক।‘চিনি’ও পুরোপুরি নারীকেন্দ্রিক ছবি। মধুমিতা এই প্রথম মৈনাকের ছবিতে কাজ করবেন। সিনেমার কেরিয়ারে এটা মধুমিতার দ্বিতীয় ছবি। (সুত্র: আনন্দবাজার পত্রিকা)