দেশের টিভি কেন্দ্রিক নির্মাতা দের মধ্যে মাবরুর রশিদ বান্না একটি পরিচিত নাম। তার নির্মিত নাটকগুলো তরুণদের মধ্যে দারুন জনপ্রিয়। এর একটি কারন হলো তিনি তরুণদের মত করে সমসাময়িক বিষয়গুলি পর্দায় তুলে ধরেন।
বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম ‘অ্যামাজান প্রাইম’-এ প্রকাশ হতে যাচ্ছে নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ এবং তৌহিদ আশরাফ পরিচালিত দুইটি শর্টফিল্ম। একটির নাম ‘ম্যাডবয়-রিলঞ্চড’, অন্যটি হচ্ছে ‘আমার অপরাধ কি’? প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দর্শকদের জন্য রিলিজ হলেও কয়েকদিনের মধ্যে বিশ্বের অন্য দেশগুলোর জন্যও রিলিজ হবে শর্টফিল্ম দুটি।
সবচেয়ে মজার ব্যাপার হলো একটি শর্টফিল্ম বান্নাহ পরিচালনা করলেও তৌহিদ আশরাফের পরিচালনায় অন্যটিতে তিনি মূল চরিত্রে অভিনয় করেছেন। ইংরেজি সাবটাইটেলে তার এ দুটি শর্টফিল্ম পহেলা অক্টোবর থেকে অ্যামাজান প্রাইমে যাচ্ছে।
গত ঈদে নাটক হিসেবে ইউটিউবে প্রকাশ পায় বান্নাহর নির্দেশনায় ‘আমার অপরাধ কী?’। নাটক হিসেবে ইউটিউবে উন্মুক্ত করা হলেও অ্যামাজন প্রাইমে যাবে শর্টফিল্ম হিসেবে।
অন্যদিকে দেশের প্রথম ভার্টিকাল ড্রামা হিসেবে ‘ম্যাড বয়-এর তিন কিস্তিতে অভিনয় করেছিলেন বান্নাহ। তবে ওই কাজগুলো সিরিয়াস অভিনেতা হিসেবে করেননি। বান্নাহ বললেন, ‘‘এবারের ‘ম্যাড বয়’ একেবারে নতুন করে শুরু। আগের তিনটির সঙ্গে তেমন কোনও মিল নেই।’’
নিউজ ডেস্ক/বিজয় টিভি