পরিচালক আলী আব্বাস জাফরের আগামী সিনেমায় নারী সুপারহিরোর চরিত্রে অভিনয় করবেন বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ। বহুদিন ধরেই বলিউডের বাতাসে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জন নিশ্চিত করলেন আলী আব্বাস জাফর।
(ভিডিওটি দেখতে ক্লিক করুন নিচের ইউটিউব লিংক এ)
সিনেমাটি সম্পর্কে আলী গণমাধ্যমে জানান, বর্তমানে তিনি ও তার একটি দল দুবাইয়ে আছেন। সেখানে যাবতীয় পরিকল্পনা সাজানো হচ্ছে। এ বছরের মধ্যে যদি করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, তাহলে তারা জানুয়ারিতে শুটিং শুরু করবে।
ক্যাটরিনা এরইমধ্যে কঠোর পরিশ্রম শুরু করে দিয়েছেন। নিজেকে প্রস্তুত করতে নিয়মিত শরীরচর্চা করছেন।
ক্যাটরিনা কাইফ ‘সূর্যবংশী’ সিনেমার কাজ শেষ করেছেন অনেক আগেই। রোহিত শেঠির অ্যাকশন ঘরানার এই সিনেমাটি আগামী বছরের মার্চে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। এছাড়াও ‘ফোন ভূত’ ও ‘টাইগার থ্রি’ সিনেমায় দেখা যাবে তাকে।