প্রথমবারের মতো পূজার গানে সুর ও সংগীত পরিচালনা করেছেন সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু। গানটিতে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের ৮ জন কণ্ঠশিল্পী। আসন্ন দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত পূজার বিশেষ অনুষ্ঠানে প্রচারিত হবে গানটি।
গীতিকার সুমন সাহার কথায় মহামারির এ সময়ে মা কে আলো হাতে এসে পৃথিবী রক্ষার আহবান জানানো হয়েছে গানটিতে। এতে কণ্ঠ দিয়েছেন অলক কুমার সেন, চম্পা বনিক, দেবলীনা সুর, সন্দীপন দাস, হৈমন্তী রক্ষিত দাস, অপুর্ব অপু, অবন্তী দেব সিঁথি ও মন্টি সিনহা।
বাংলাদেশের প্রতিথজশা সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর পরিচালনায় অসংখ্য গানই ঠাই করে নিয়েছে শ্রোতা হৃদয়ে। কিন্তু এবারই প্রথমবারের মতো তিনি তার প্রতিভার ঝলক দেখিয়েছেন পূজার গানে।
গানটির কথা, সুরের পাশাপাশি ভিডিও চিত্রায়নে সকল সংগীতশিল্পীর অংশগ্রহণ থাকবে বলে জানিয়েছেন নির্মাতা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি