আজ ২৩ অক্টোবর অভিনেতা প্রভাসের ৪১ তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে কী ভাবে তিনি দিন কাটাচ্ছেন বা স্পেশ্যাল কী হচ্ছে তা জানা না গেলেও, নিজের অনুরাগী-ভক্তদের জন্য দারুণ রিটার্ন গিফট দিলেন প্রভাস।
জন্মদিনেই প্রকাশ্যে এল তাঁর আগামী ছবি ‘রাধে শ্যাম’-এর মোশন পোস্টার। এদিন সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার মুক্তি পেয়েছে। শেয়ার করেছেন প্রভাস ও ছবির নির্মাতারাও। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে।
প্রভাসের জন্মদিন উপলক্ষে এই পোস্টার মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় তা নজর কেড়েছে ভক্তদের। জঙ্গলের ভিতর একটি একক ট্রেনের ট্র্যাক।
সেই সঙ্গে ভক্তদের অচেনা এবং খানিকটা প্রাচীন এক জুটির সঙ্গে পরিচয় করিয়েছেন ছবির নির্মাতারা। তার পরই ছবির দুই অভিনেতা, বিক্রমাদিত্য অর্থাৎ প্রভাস এবং প্রেরণা অর্থাৎ পূজাকে দেখতে পাবেন দর্শক। এদিন মোশন পোস্টার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে প্রভাস লিখেছেন, ‘আপনাদের সবাইকে এই রোম্যান্টিক যাত্রায় স্বাগত।’ সঙ্গে হ্যাশট্যাগে রয়েছে বিটস অফ রাধে শ্যাম।
নিউজ ডেস্ক/বিজয় টিভি