রোমান্টিক ড্রামা ঘরানার এই সিনেমাটির নাম ‘টেক্সট ফর ইউ’। পরিচালনা করবেন জিম স্ট্রাউস। ২০১৬ সালের বিখ্যাত জার্মান সিনেমা ‘এসএমএস ফার ডিচ’র ইংরেজি রিমেক এটি।
এ সিনেমার গল্পটি এক মহিলাকে কেন্দ্র করে। যিনি তার প্রেমিককে হারানোর পর তার পুরনো ফোন নাম্বারে রোমান্টিক টেক্সট পাঠাতে থাকেন। অপরদিকে টেক্সটগুলো চলে যায় আরেক হৃদরোগে ভুগতে থাকা অচেনা এক যুবকের কাছে। এভাবেই এগিয়ে যায় ছবির গল্প।
জার্মান ভাষার পর ইংরেজি ভাষায় রুপান্তর হতে যাওয়া এই সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি গানের দায়িত্ব পালন করবেন সেলিন ডিওন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি