গত ১২ সেপ্টেম্বর পুত্রসন্তানের মা হয়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। রাজ-শুভশ্রীর পুত্র যুবানের বয়স এখন দেড় মাস।
অন্তঃসত্ত্বা হওয়ার আগে ছিপছিপে চেহারা ছিল শুভশ্রীর। কিন্তু সন্তান জন্ম দেওয়ার সময় যত ঘনিয়ে আসছিল শুভশ্রীর ওজনও বাড়তে থাকে। স্বাভাবিক কারণে বেশ মুটিয়ে গিয়েছেন এ অভিনেত্রী।
এখন ফের ওয়ার্কআউট রুটিনে ফিরছেন শুভশ্রী। নিজেকে আগের চেহারায় নিয়ে আসতে উঠেপড়ে লেগেছেন। বাড়তি মেদ ঝরাতে জিমে ফিরেছেন তিনি। মেকআপহীন শুভশ্রী তারই কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর তা নিয়ে চলছে জোর আলোচনা।
ছবিতে দেখা যায়—চুলে পনিটেল, টাইটস আর টপ। পায়ে স্নিকার্স, হাতে জিম গ্লাভস। নেটিজেনরা মন্তব্য করেছেন—পর্দার গ্ল্যাম গার্ল আবার ফিরছেন।
নিজেকে ফিট করতে পরিশ্রম করছেন শুভশ্রী। কিন্তু পুত্রের যত্ন নিতেও ভুল করছেন না তিনি। জিম থেকে বেরিয়েই পুত্রকে নিয়ে মেতে উঠছেন শুভশ্রী। তারই একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
আর তা দেখে প্রিয় অভিনেত্রীকে উৎসাহ দিচ্ছেন ভক্তরা। একজন লিখেছেন—‘একই সঙ্গে শরীরচর্চা আবার ছেলেকেও সময় দেওয়া!’ অনেকে বলছেন—‘যে রাঁধে সে চুলও বাঁধে।’
শুভশ্রী অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘ধর্মযুদ্ধ’। রাজ চক্রবর্তী পরিচালিত এ সিনেমা গত ৩ এপ্রিল মুক্তি পায়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি