অনেকটা চুপি সাড়েই তৃতীয় বিয়ে করলেন হলিউডের দুই তারকা অভিনেত্রী স্কারলেট জোহানসন ও অভিনেতা কলিন জস্ট। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সংক্ষিপ্ত আয়োজনে সম্প্রতি বিয়ে করলেন তারা।
জানা গেছে, ২০১৭ সালের মে মাস থেকেই প্রেমের সম্পর্কে জড়ান কমেডিয়ান কলিন জস্ট ও স্কারলেট। এরপর ২০১৯ সালের মে মাসে বাগদান সম্পন্ন হয় তাদের। অবশেষে ২০২০ সালের অক্টোবরের শেষ সপ্তাহে বিয়ের পিড়িতে বসলেন তারা।
হলিউড তারকা স্কারলেট জোহানসন প্রথম বিয়ে করেছিলেন ২০০৮ সালে ‘ডেডপুল’খ্যাত তারকা রিয়ান রিনল্ডসের সঙ্গে। সে বিয়ে ভেঙে যায় ২০১১ সালে। এরপর দ্বিতীয়বার রোমেইন ডাউরিয়াকের সঙ্গে ঘর বাঁধেন ২০১৪ সালে। সে সংসারও ভাঙে ২০১৭ সালে।
এই তারকা দম্পতির বিয়ে নিয়ে মিলস অন হুইলস আমেরিকা নামের একটি দাতব্য সংস্থার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে বিশেষ বিবৃতি দেয়া হয়।
বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আয়োজনে কাছের মানুষদের উপস্থিতিতে তারকা জুটির বিয়ে সম্পন্ন হয়। বিয়ের খরচ বাঁচিয়ে সেই অর্থ দান করেছেন দাতব্য সংস্থাটিতে। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে করোনা মহামারি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে সংস্থাটিতে দান করার জন্যও আহ্বান করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি