বেসরকারি একটি হাসপাতালে ভর্তি অভিনেতা প্রতীক সেন। অনিয়মিত রক্তচাপ থেকেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। এই খবর জানিয়েছেন জনপ্রিয় ‘মোহর’ ধারাবাহিকের প্রযোজক শৈবাল বন্দ্যোপাধ্যায়।
শৈবালের কথায়, অনিয়মিত রক্তচাপ প্রতীকের পুরনো সমস্যা। গত দু’দিন বন্ধ ছিল ধারাবাহিকের শ্যুটিং। বাড়িতেই আচমকা শরীর খারাপ হয় অভিনেতার। এর পরেই চিকিৎসার জন্য তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় একটি বেসরকারি হাসপাতালে। পর্যবেক্ষণের জন্য সেখানেই আপাতত ভর্তি তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি