চলতি বছরের বড়দিনেই বড়পর্দায় রাজা রায়চৌধুরি ওরফে কাকাবাবু হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তন ঘটতে চলেছে। কিছুদিন আগে ঘটা করে সোশ্যাল মিডিয়ায় তা জানিয়ে দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় । শেয়ার করলেন ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর পোস্টার।
কাকাবাবু সিরিজের গত দুটি ছবিতে কাকাবাবু আর সন্তুর নতুন রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার সিনেমাপ্রেমীদের মন কাড়তে সফল। এবার ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর গল্পের হাত ধরে দর্শকদের আফ্রিকার জঙ্গলে নিয়ে যেতে চলেছেন পরিচালক।
সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের উপন্যাস ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ অবলম্বনে তৈরি হয়েছে নতুন ছবির ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। এর প্রেক্ষাপট কেনিয়া। সন্তুকে নিয়ে সেখানে বেড়াতে যান কাকাবাবু। নাইরোবি শহরে ঘোরার সময় তাকে আমন্ত্রণ জানানো হয় মাসাইমারার গভীর জঙ্গলে! সেখানকার রোমহর্ষক অভিযান নিয়েই এই ছবি নির্মাণ।
প্রকাশ পেলো এর টিজার । ১ মিনিট ১৭ সেকেন্ডের টিজার জুড়ে আফ্রিকার গহীন জঙ্গল, বন্য জন্তু জানোয়ার এবং কাকাবাবু-সন্তু জুটির টানটান অ্যাডভেঞ্চার। তার মাঝেই অতীতের ‘মিশর রহস্য’ এবং ‘ইয়েতি অভিযান’-এর আলতো নস্ট্যালজিয়া।
কাকাবাবু এর আগে মিশর ও পাহাড়ে গিয়েছেন। তবে এই প্রথমবার জঙ্গলে যাচ্ছেন। বড়পর্দায় সেই রোমাঞ্চকর অভিজ্ঞতাই পাবেন সিনেমাপ্রেমী দর্শকরা। ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও রয়েছেন আরিয়ান ভৌমিক, অনির্বাণ চক্রবর্তী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি