২০১৮ সালে দেশের সিএমভি ও ভারতের এসভিএফ’র ব্যানারে প্রকাশ পায় নুসরাত ফারিয়ার প্রথম গান ‘পটাকা’। গানটিও বেশ আলোচিত হয়। সমালোচনাও জুড়ে ছিল এই গানটি ঘিরে।
২০২০ সালে এসে নেট দুনিয়ায় নুসরাত ফারিয়ার গাওয়া ‘পটাকা’র ভিউ ছাড়িয়েছে ৭৩ লাখ। নায়িকা নুসরাত ফারিয়া উপস্থাপনা, মডেলিং করলেও বড় পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। গানও করতেন।
পটাকা গানটি এমন সাড়া ফেলেছিল যে এই গানের মধ্যদিয়ে ফারিয়া চলে আসেন আলোচনার টেবিলে। আলোচনা-সমালোচনা পেরিয়ে নুসরাত ফারিয়া প্রকাশ করেন তার দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’।
গেল ১৪ অক্টোবর প্রকাশ পায় নায়িকা নুসরাত ফারিয়ার গাওয়া দ্বিতীয় মিউজিক ভিডিও ‘আমি চাই থাকতে’। প্রকাশের পর থেকেই গানটি রয়েছে বেশ আলোচনায়। প্রশংসাও কুড়িয়ে নিচ্ছে গানটি।
নতুন খবর হল, এরইমধ্যে গানটির মিউজিক ভিডিও ৫০ লাখ ৫৬ হাজারের বেশি বার দেখা হয়েছে। গানটিতে ফারিয়ার সঙ্গে কণ্ঠ দিয়েছেন মাস্টার ডি। সুর ও সংগীতও তার করা। জনপ্রিয় নৃত্যপরিচালক বাবা যাদব মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন।
৫০ লাখ ভিউ প্রসঙ্গে নুসরাত ফারিয়া জানান, নিজের একটি গান অথবা সিনেমা যখন শ্রোতা-দর্শক পছন্দ করেন তখন অন্য রকম একটি ভালোলাগা কাজ করে। উৎসাহ পাই। আরও ভালো-ভালো কাজ করার জন্য এই উৎসাহ খুব কাজে লাগে একজন শিল্পী জীবনে।