গেলো ১০ বছরে শাকিব খানের অন্যতম সফল সিনেমার তালিকায় আছে টালিউডের ‘ভাইজান এলো রে’, ‘শিকারী’, ও ‘চালবাজ’। সিনেমাগুলোর মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছিলেন ঢালিউড খান।
নতুন খবর হলো, ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে এখন দেখা যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে। বাংলাদেশের এই শীর্ষ নায়কের তিন ভারতীয় সিনেমা মুক্তি পেয়েছে বিশ্বব্যাপী ১৫০ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবারের এই প্ল্যাটফর্মে।
অ্যামাজান প্রাইমে মুক্তি পাওয়া সিনেমা তিনটির নাম ‘শিকারী’, ‘চালবাজ’ ও ‘ভাইজান এলো রে’। এই প্ল্যাটফর্মে সম্প্রতি বাংলাদেশের এই শীর্ষ নায়কের ভারতীয় সিনেমা ‘ভাইজান এলো রে’ দেখতে পাওয়া যাচ্ছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এই তথ্য জানান শাকিব খান।
২০১৮ সালে মুক্তি পায় শাকিব অভিনীত টালিউডের ‘ভাইজান এলো রে’ ছবিটি। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী এবং এসকে মুভিজের ব্যানারে প্রযোজনা করেছেন অশোক ধানুকা ও হিমাংশু ধনুকা।
চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের শাকিব খান, টলিউডের শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও পায়েল সরকার। এছাড়াও পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত, মুনিরা মিঠু এবং দীপা খন্দকার ছাড়াও আরো অনেকে।