রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মারা গেলেন নেত্রকোনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ ঢালী। তিনি জেলা যুবদলের সাবেক নেতা। বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন রশিদ। এ ঘটনায় আরও তিন জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নাদিরা আক্তার পপি (৩৫) ও তার ছেলে ইয়াসিন রহমান পিয়াসের (৩) নাম পরিচয় পাওয়া গেছে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু বলেন, আব্দুর রশিদ ঢালী বিএনপির নেত্রকোনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সভাপতি। বিএনপির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের দিন গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে রাজধানীর তেজগাঁওয়ে আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় ঢালীসহ চার জন দগ্ধ হয়ে মারা যান। এর মধ্যে নিহত তিন জনের বাড়ি নেত্রকোনায়।
আব্দুর রশিদ ঢালীর মৃত্যুতে জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা নিহত আব্দুর রশিদ ঢালীর রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম জানান, নাদিরা ও তার সন্তানের লাশ এলাকায় পৌঁছেছে। আব্দুর রশিদ ঢালীর লাশ এখনও এসে পৌঁছেনি। নাশকতার ঘটনার তদন্ত চলছে।