দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে তাল মিলিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও দীর্ঘদিন যাবত রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। প্রায় সব ক্যাম্পাসেই আলাদা আলদা কমিটি দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে রাজনৈতিক দলগুলো।
তবে সাধারণ শিক্ষার্থীদের কথা মাথায় রেখে ক্যাম্পাসে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ। রোববার (১১ আগস্ট) প্রতিষ্ঠানটির সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের কোড অফ কন্ড্রাক অনুযায়ী ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবাইকে এই আদেশ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রবেশের ক্ষেত্রে সবাইকে নিজ নিজ আইডি কার্ড পরিধানের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।