৩ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে সরকার সবধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় তিনি প্রশ্নফাঁসের গুজবে কান না দেয়ার আহ্বান জানান।
আজ (বুধবার) দুপুরে বাংলাদেশ মেরিন একাডেমির ৫৪তম ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সকল বোর্ড এজন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। এবার অত্যন্ত সুষ্ঠুভাবে, নকল ও প্রশ্ন ফাঁসমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি