নির্বাচনের আগে বিভিন্ন মহলে একাধিক দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক টানাপোড়েনের যে শঙ্কা ছিল, নির্বাচনের পর তা কেটে গেছে। সোমবার (২২ জানুয়ারি) ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কে আইন সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে কথা হয়েছে হাইকমিশনারের সঙ্গে। বাংলাদেশে একটি জুডিশিয়াল একাডেমি স্থাপিত হবে, যেখানে ভারত তাদের অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে সহযোগিতা করবে।
বৈঠকের বিষয়ে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, কূটনৈতিক সম্পর্কের যাবতীয় বিষয় নিয়েই কথা হয়েছে। বিশেষ করে কথা হয়েছে দুই দেশের জুডিশিয়ারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন নিয়ে, যেখানে পারস্পরিক জ্ঞান ও জানাশোনা বিনিময় হবে।