গাজীপুরের টঙ্গীতে ৫৭তম বিশ্ব ইজতেমা ময়দানে আরও ৪ মুসল্লির মৃত্য হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে তারা মারা যান। এর আগে ইজতেমায় আসা ১০ মুসল্লির মৃত্যু হয়। এ নিয়ে ইজতেমায় ১৪ জনের মৃত্যু হলো।
বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
নিহতরা হলেন, রাজাবাড়ি জেলা পাংশা থানা বাসিন্দা মো. সারোয়ার, চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার আব্দুল জলিল মেয়ের ছেলে মো: আলম, নরসিংদী জেলার নুরুল হক মিয়ার ছেলে শাহনেওয়াজ ভূঁইয়া ও সিরাজগঞ্জ জেলার মৃত ওসমান গনীর ছেলে আল-মাহমুদা।
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাতে অংশ নেওয়া লাখো ধর্মপ্রাণ মুসল্লির ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ।
চার দিন বিরতি দিয়ে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপ। এর মধ্যদিয়ে শেষ হবে ৫৭তম বিশ্ব ইজতেমার এবারের আসর।