মহামারি করোনার কারণে ভারতের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ আরো ১৬ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ জুন পর্যন্ত সব স্থল বন্দর দিয়ে ভ্রমণ বন্ধ থাকবে। তবে এ নিষেধাজ্ঞার মধ্যে যাদের দূতাবাস বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ছাড়পত্র থাকবে তারা যাতায়াত করতে পারবেন বলে জানা যায়।
রোববার (১৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
এর আগে চলতি বছরে ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়া বাংলাদেশ সরকার গত ২৬ এপ্রিল থেকে এ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। পরে ৫ দফায় বাড়ানো হয় এই ভ্রমণ নিষেধাজ্ঞা।