শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় নিহত শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। বিকেল সাড়ে পাঁচটার দিকে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয় জায়ান।
এর আগে দুপুর পৌনে ১টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি বিমানে জায়ানের মরদেহ দেশে আসে। বিকেল পাঁচটার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে তার নামাজে জানাজা হয়। বেলা আড়াইটার পর বনানীতে শেখ সেলিমের বাসায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি শেখ সেলিমসহ তার পরিবারের সদস্যদের সান্তনা দেন তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি