কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সব অপকর্ম, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন। এসব অপকর্মের সঙ্গে যদি আমার কোনো কর্মী জড়িত থাকে তবে তাকেও বিচারের আওতায় আনা হবে।
রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটিতে বিবি ফাউন্ডেশন আয়োজিত প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি । বিবি ফাউন্ডেশনের সভাপতি বাহাদুর বেপারির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে বিবি ফাউন্ডেশনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি