অভিযোগের কথা বলে কথায় কথায় নালিশ করা ছাড়া বিএনপির কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন সড়ক,পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে রাজধানীর বনানীতে ৫৫ তম জন্মদিনে শেখ রাসেলের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সেতুমন্ত্রী আরোও বলেন, নালিশের রাজনীতি বাদ দিয়ে ইতিবাচক রাজনীতিতে বিএনপি ফিরে আসুক,আন্দোলনের বিভিন্ন ইস্যু খুঁজে বের করার চেষ্টা করছে তারা। আর তাই বিএনপি আবরার হত্যাকান্ডেও রাজনীতি করার ইস্যু খুঁজছে। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক /বিজয় টিভি