আবরার হত্যাকারীরা ছাত্রলীগ পরিচয়ের হলেও প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেননি। হত্যাকাণ্ডের পর পরই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা-ঘাট এলাকায় সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ছাত্র শিক্ষকদের যে দাবি তাও মেনে নেয়া হয়েছে। শুদ্ধি অভিযানের মতই কে কোন দলের সেটা বিবেচনায় ছাড় না দিয়ে আবরার হত্যায় যারা জড়িত সেটা বিবেচনায় ব্যবস্থা নেয়া হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তাসহ দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি