ভিসির বিরুদ্ধে দুর্নীতির যেসব অভিযোগ আনা হয়েছে তা প্রমাণ করতে না পারলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হঁশিয়ারি প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এ হুঁশিয়ারি দেন। প্রধানমন্ত্রী বলেন, যারা ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে, এর সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে থাকার কথা। তারা যদি অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়, তাহলে তাদেরও সাজা হবে। এদিকে, রেসিডেন্সিয়ালের শিক্ষার্থী আবরার মৃত্যুর ঘটনায় প্রথম আলোর কর্তৃপক্ষের গাফিলতি ছিল উল্লেখ করে তিনি বলেন, যারা অনুষ্ঠানের আয়োজন করে, তাদের নিরাপত্তা না দেখা গর্হিত অপরাধ। এধরণের ঘটনা কাম্য নয় বলেও জানান প্রধানমন্ত্রী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি