আওয়ামী লীগের সম্মেলনে জোটসহ নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। বিএনপিকেও দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আসন্ন সম্মেলনের মধ্য দিয়ে কমিটির কলেবর এখন পর্যন্ত বাড়ানোর চিন্তাভাবনা নেই বলে জানান কাদের। বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে বিদেশী অতিথি আসবে, তাই সম্মেলনে বিদেশী অতিথি দাওয়াত দেয়া হবে না, তবে কূটনৈতিকদের দাওয়াত দেওয়া হবে। মন্ত্রী আরো বলেন, পেঁয়াজের দাম বাড়ানোর সিন্ডিকেট খতিয়ে দেখা হচ্ছে। বিএনপির ঘোষনা অনুযায়ী দূর্বল আন্দোলন দেখার অপেক্ষায় আওয়ামী লীগ। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর খান,এস এম কামালসহ অন্যান্য নেতাকর্মীরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি