মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি বাস্তবায়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সকালে নওগাঁয় ব্যাটালিয়ন ১৬ বিজিবি’র প্যারেড গ্রাউন্ডে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন তাতে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এ সময় মানসিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদক, দুর্নীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি। বিজিবি রাজশাহী’র সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আরিফুল ইসলাম, ব্যাটালিয়ন ১৪ বিজিবি পত্নীতলার অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল জাহিদ হাসান, জেলা মাদকদ্রব্যের সহকারী পরিচালক দিদারুল ইসলামসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি