দেশের প্রতিটি বিভাগে একটি করে ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালের ইনডোর ও এন্ডোসকপি সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরো বলেন, দেশে ক্যান্সার ও হার্টের রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। তাই ক্যান্সার হাসপাতালের পাশাপাশি প্রতিটি জেলায় পাঁচ শয্যার একটি কিডনি ডায়ালাইসিস হাসপাতালও স্থাপন করা হবে।
নিউজ ডেস্ক/বিজয় বর্তা