জামিন দেয়া না দেয়া সম্পূর্ণ আদালতের ব্যাপার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদা জিয়াকে জামিন দেয়া না দেয়াও আদালতের নিজস্ব এখতিয়ার। এখানে সরকারের কিছু করার নেই।
আজ (শুক্রবার) দুপুরে, সাভারের আশুলিয়ার গেরুয়া বাজার এলাকায় দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদরাসার একটি ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, বিচার বিভাগের ওপর সরকারের কোনো হাত নেই। খালেদা জিয়ার জামিন নিয়ে বিজ্ঞ আদালত যা করছেন, সেটা তারা ভেবে চিন্তে এবং আইন অনুযায়ী করছেন।
এ সময় বর্তমান সরকারের সময় অপরাধ করে কেউ পার পাবে না মন্তব্য করে তিনি আরো বলেন, পাপিয়ার সঙ্গে যারা ছিল, তাদের বিষয়ে তদন্ত চলছে। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি