দেশের উন্নয়নে নেয়া প্রকল্পে নিম্নমানের কাজের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনুনাগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাকে বরখাস্ত করতে হবে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ।
বদলী কোন শাস্তি নয় উল্লেখ করে তিনি বলেন, একই সঙ্গে সকল প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিদের তৎপর থাকতে হবে।
আজ (রোববার) মন্ত্রণালয়ের নিজ কক্ষে স্থানীয় সরকার বিভাগ ও তার অধীন বিভিন্ন বিভাগ ও দপ্তরের বাস্তবায়নাধীন ২০১৯-’২০ অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) অর্ন্তভূক্ত প্রকল্পসমুহের বাস্তবায়ন অগ্রগতির ওপর বার্ষিক উন্নয়ন কর্মসূচির পর্যালোচনা নিয়ে আয়োজিত এক অনলাইন সভায় তিনি এ কথা বলেন।
উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই মানসম্পন্ন, টেকসই ও উৎপাদনশীল ও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট যে কোন স্তরের কর্মকর্তা ও কর্মচারি নিম্নমানের কাজের সঙ্গে জড়িত থাকলে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি