জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের সভা আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
একনেক চেয়ারপারসন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী ডিজিটাল প্লাটফর্মে গণভবন থেকে সভায় সংযুক্ত হন। সভায় তিনি বিভিন্ন প্রকল্প ও মন্ত্রণালয়ের খরচ কমানোর নির্দেশ প্রদান করেন।
এছাড়া, সভায় ১০ হাজার ১০২ কোটি ৩ লাখ টাকার ৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, পরিকল্পনা কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি